রাজনৈতিক কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুবার গ্রেফতার করা হয়েছে। এমনকি টানা বছরের পর বছরও তিনি কারাগারে বন্দি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার অভিযোগে বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছিল এবং এটিই ছিল তাঁর জীবনে শেষবারের মতো গ্রেফতার হওয়ার ঘটনা। কবে শেষবার গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু? মুজিব শতবর্ষের ২৭শে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫৮তম কুইজের প্রশ্ন এটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে গ্রেফতার হয়েছিলেন তার উত্তর দেখতে নিচে ক্লিক করুন।
কবে শেষবার গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ছাত্র জীবন থেকে রাজনীতির সাতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মুসলিম লীগ গঠণ, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুথান, ৬৬ সালের ৬ দফা, ১৯৭১ এর অহযোগ আন্দোলন, ও মুক্তিযুদ্ধে তার অপরিসীম অবদান লক্ষণীয়। তিনি তার জিবনের অধিকাংশ দিন কারাগারে কাটিয়েছেন। যার স্মৃতিকথা তিনি তাঁর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে উল্লেখ করে গেছেন। প্রিয় কুইজের আজকের উদ্দীপক হলো রাজনৈতিক কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহুবার গ্রেফতার করা হয়েছে। এমনকি টানা বছরের পর বছরও তিনি কারাগারে বন্দি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার অভিযোগে বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছিল এবং এটিই ছিল তাঁর জীবনে শেষবারের মতো গ্রেফতার হওয়ার ঘটনা। কবে শেষবার গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু? প্রশ্নের উত্তর দেখতে নিচে দেখুন।
তখন ১৯৭১ সালের ২৫ মার্চ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী আগা মোহাম্মাদ ইয়াহিয়া খান পূর্ববঙ্গ ত্যাগ করেছেন। হঠাৎ করেই বাঙ্গালীদের উপর রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি বর্বর সেনারা। হত্যা করে অগণিত মানুষ। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১২টা ২০ মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ঘোষণা প্রদানের পর ২৬শে মার্চ রাত প্রায় একটার দিকে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নং বাসায় উপস্থিত হন কর্নেল জেড এ খানের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল। তারা তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার অভিযোগে তাঁর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন থেকে গ্রেফতার করে। এবং এটিই ছিল তাঁর জীবনে শেষবারের মতো গ্রেফতার হওয়ার ঘটনা। ১৯৭১ সালের ২৬ মার্চ এর প্রথম প্রহরে শেষবার গ্রেফতার হয়েছিলেন বঙ্গবন্ধু।
আরো পড়ুন: ২৫শে মার্চ রাতে যেভাবে গ্রেফতার করা হয়েছিলো শেখ মুজিবকে
Leave a Reply
You must be logged in to post a comment.