শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি গানটি কে লিখেছেন?

শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ গানটি কে লিখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অনন্য মানুষ। ছিলেন সর্বস্তরের মানুষের নেতা। তিনি সবাইকে দেখিয়েছিলেন বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তানের শোষণ মানবে না। তার নেতৃত্বে এসেছিল এই দেশের স্বাধীনতা। সেই মহান বাঙ্গালী নেতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতা চলছে। সবার মাঝে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ছড়িয়ে দিতে এই অনন্য আয়োজন। এটি এমন একটি আয়োজন যেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগীতাই অংশ নিতে আপনাকে দুরে কোথাও যেতে হবেনা। যে কেউ নিজ ঘর বা অফিসে বসে তাঁর নিজ মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইসের সাহায্যে বিনামূল্যে এই কুইজে অংশ নিয়ে বঙ্গবন্ধুকে জানার পাশাপাশি পুরস্কার ও জিততে পারবেন। ০২ ফেব্রুয়ারি জানুয়ারি ৬৪তম দিনের কুইজ:

শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি গানটি কে লিখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতার ৬৪তম দিনের প্রশ্ন ‘‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ – গানটি কে লিখেছে?’’ ১৯৭১ সালের এপ্রিল মাসে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাতে ‘সংবাদ পরিক্রমা’য় গানটি প্রথম বাজানো হয়েছিল।

“শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী
বাংলাদেশ, আমার বাংলাদেশ।”
—গানটি কে লিখেছেন?

প্রশ্ন: আজকে ২ ফেব্রুয়ারি সোমবারের কুইজের প্রশ্ন “শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।” গানটি কে লিখেছেন?

উত্তর:  

আজকের কুইজের উত্তর হলো শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ গানটি লিখেছেন খ্যাতনামা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি ১৯৭১ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রখ্যাত শিল্পী অংশুমান রায়ের অনুরোধে গানটি খ্যাতনামা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন যা পরবর্তীতে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাতে ‘সংবাদ পরিক্রমা’য় বাজানো হয়েছিল। 

[su_note note_color=”#f71a12″ text_color=”#ffffff” radius=”1″]উত্তর সাবমিট করতে এখানে ক্লিক করুন[/su_note]

[su_note note_color=”#f71a12″ text_color=”#ffffff” radius=”1″]শেয়ার করে পুরস্কার জিততে এখানে ক্লিক করুন[/su_note]

শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।” গানটি কে লিখেছেন?

বঙ্গবন্ধু কুইজের ফলাফল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুইজ প্রতিযোগীতার ০১ ফ্রেব্রুয়ারি ২০২১ তারিখের প্রশ্নের সঠিক উত্তর ছিল কবি অন্নাদাশঙ্কর রায়। গতকাল ৬৩তম দিনের প্রতিযোগীতায় সর্বমোট ৯৮২৮৩ জন অংশগ্রহণকারী সঠিক উত্তর প্রদান করেছেন। কম্পিউটারের সাহায্যে আজকে ৯৮২৮৩ জনের মধ্যে থেকে ১০০জনকে পহেলা ফেব্রুয়ারি সোমবারের ফলাফরে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিজয়ীর তালিকা পেতে এখানে ক্লিক করুন (০১ ফ্রেব্রুয়ারি ২০২১)

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগীতার অন্যতম আকর্ষণ হচ্ছে শেয়ার করে জিতুন পর্ব। আগামী ২রা ফেব্রুয়ারি, মঙ্গলবার, রাত ৯টায় প্রিয় নিয়ে আসছে ‘লাইভ লটারি’- এর নবম পর্ব। এবারের পর্বে আমাদের সঙ্গে থাকবেন মোঃ মাহবুব হোসেন, মাননীয় সচিব, শিক্ষা মন্ত্রণালয়। লাইভটি পরিচালনা করবেন জাকারিয়া স্বপন, প্রধান নির্বাহী, প্রিয়। বরাবরের মতো শেয়ারকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৭ জনের পাশাপাশি ৭ জন সর্বাধিক কন্ট্রিবিউটরকেও এই সপ্তাহের পর্বে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সর্বমোট ১৪টি স্মার্টফোন! তাই বেশি বেশি শেয়ার করতে নিচের লিঙ্কে ক্লিক করে শেয়ার করুন।

[su_note note_color=”#f71a12″ text_color=”#ffffff” radius=”3″]শেয়ার করে পুরস্কার জিততে এখানে ক্লিক করুন[/su_note]

“শোনো একটি মুজিবরের থেকে”- কালজয়ী এই গানটি তৈরি হয়েছিলো কিভাবে?

গতদিনের কুইজসমূহ:

যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা- কবিতাটি কে লিখেছেন?

মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে বঙ্গবন্ধুকে কোন কারাগারে নেওয়া হয়?

ঢাকা থেকে করাচিতে স্থানান্তরের পর বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি করে রাখা হয়? 

বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়?

বঙ্গবন্ধু প্রথম কবে তাঁর বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?

বঙ্গবন্ধু প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?

প্রথম দফায় আলোচনা শুরু হয় কবে? ইয়াহিয়া খান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের মার্চ

১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করে?

প্রকল্পটির নাম কী? ১৯৭০ সালের ৮ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবনার তৎকালীন জিন্নাহ পার্কে……

কোন জাতীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ ‘বাংলাদেশ’ করেন?

এই গণসংবর্ধনাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দেওয়া হয়?

এই গণসংবর্ধনাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?– শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে? আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর (মুজিব) রহমান

আমার দেখা নয়াচীন গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?

কারাজীবন নিয়ে শেখ মুজিবের লেখা স্মৃতিগ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র নামকরণ কে করেন?

কারাজীবন নিয়ে শেখ মুজিবের লেখা স্মৃতিগ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র নামকরণ কে করেন?

তাঁর ছোট ছেলে শেখ রাসেল কারাগারকে কী বলত?

৬ষ্ঠ কাউন্সিলে শেখ মুজিব আওয়ামী লীগের কোন পদে নির্বাচিত হন?

মোট কতজন নিহত হন?

৬ দফাকে কীসের সঙ্গে তুলনা করা হয়? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

এই পুস্তিকাটির নাম কী ছিল?

শেখ মুজিব কোথায় প্রথম ৬ দফা দাবি উত্থাপন করেন?

প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থটি

ওই সংগঠনটির নাম কী? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন

কেন পদত্যাগ করেছিলেন শেখ মুজিব? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়?

যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

সেই নির্বাচনে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছিলেন? ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন

কোন সালে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি?

কোন কবির সঙ্গে শেখ মুজিবের সাক্ষাৎ হয়েছিল? শান্তি সম্মেলন এ তুরস্কে ১৯৫২ সালের ২-১২ই অক্টোবর

এ সময় শেখ মুজিব তাঁদের একটি উপহার দেন। উপহারটি কী ছিল?

আমরণ অনশনের সময় শেখ মুজিবুর রহমান কোন কারাগারে ছিলেন?

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

Leave a Comment