ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ১৯৭১ সালের ১৬ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টোও ঢাকায় আসেন। ২২শে মার্চ বঙ্গবন্ধু-ইয়াহিয়া-ভুট্টোর আলোচনা হয়। কিন্তু সব আলোচনাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ২৫শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। এ রাতেই নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করে। ২৬শে মার্চ প্রথম প্রহরে (রাত ১২টা ২০ মিনিটে) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তান সেনাবাহিনী রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়? বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগীতার ৫৯তম দিন ২৮ জানুয়ারির কুইজের প্রশ্ন। ২৬শে মার্চ রাতে ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয় তার উত্তর দেখতে নিচে ক্লিক করুন।
২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়?
১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সর্বোচ্চ আসন পেয়ে নির্বাচিত হন। তখন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আগা মোহাম্মাদ ইয়াহিয়া খানকে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব। ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ১৯৭১ সালের ১৬ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টোও ঢাকায় আসেন। ২২শে মার্চ বঙ্গবন্ধু-ইয়াহিয়া-ভুট্টোর আলোচনা হয়। কিন্তু সব আলোচনাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
২৫শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। এ রাতেই নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করে। ২৬শে মার্চ প্রথম প্রহরে (রাত ১২টা ২০ মিনিটে) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তান সেনাবাহিনী রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়? বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগীতার ৫৯তম দিন ২৮ জানুয়ারির কুইজের প্রশ্ন। ২৬শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয় তার উত্তর নিচে দেখুন।
১৯৭১ সালের ২৬ মার্চ রাতে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির নিজ বাসা গ্রেফতার করে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল। পরে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে তিনদিন পর বন্দি অবস্থায় পাকিস্তানে নিয়ে যাওযা হয়।
আরো পড়ুন: ২৫শে মার্চ রাতে যেভাবে গ্রেফতার করা হয়েছিলো শেখ মুজিবকে
Leave a Reply
You must be logged in to post a comment.