কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট

priyo quiz

বাঙ্গালী জাতির অন্যতম কালো দিন হলো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। এই দিনে বাংলাদেশ হারিয়েছে তার জন্মদাতাকে। আর বিশ্ব হারিয়েছে মহান রাজনৈতিক এক নেতাকে। ১৯৭৫ সালের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় নামে অভিহিত। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষিতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কতিপয় সেনা সদস্যের হাতে নির্মমভাবে শাহাদতবরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বর্বর ঘাতক চক্রের নির্মম বুলেটে প্রাণ হারাতে হয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু রাসেলকেও। শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান। কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল?

কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল?

১৫ আগস্ট, ১৯৭৫ সাল। সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার নিজ বাড়িতে সপরিবারে হত্যা করে কিছু পথভ্রষ্ট সেনা সদস্যরা। সেদিন শুধু বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানকেই হত্যা করা হয় নি হত্যা করা হয়েছে পরিবারে মোট ১৬ সদস্যকে। এমন কি বাদ যায় নি শেখ মুজিবের ছোট ছেলে শেখ রাসেল। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িতে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বর্বর ঘাতক চক্রের নির্মম বুলেটে প্রাণ হারাতে হয় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু রাসেলকেও। শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান। কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল?

উত্তর:

বঙ্গবন্ধু কনিষ্ঠ সন্তান মাত্র ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে নিহত হন শেখ রাসেল। মাত্র ১০ বছর ১১ মাস বয়সে ঘাতকের হাতে নিহত হন। তিনি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারতেন। তবে তাকে তা করতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের বয়স হয়েছিল ১০ বছর ১১ মাস ২০ দিন। ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে নিহত হন শেখ রাসেল।

কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল?

About allnewjob 882 Articles
The owner of this website is a journalist working as a Staff Correspondent in Rajshahi, a northern district in Bangladesh, at English-language daily New Age. He is an ex-student of Rajshahi University, the second ranked public university in Bangladesh.

Be the first to comment

Leave a Reply