শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

priyo quiz

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল? চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্​যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে মুজিব শতবর্ষ কুইজ প্রতিযোগীতা ২০২০। ৩রা ডিসেম্বর শুরু হওয়া কুইজ প্রতিযোগীতার আজ ১১তম দিন। আজকের দিনে আপনিও হতে পারেন সৌভাগ্যবান যে মাত্র একটি প্রশ্নের উত্তর প্রদান করে স্মার্টফোন জিতে নিতে পারেনে খুব সহজে। কুইজের প্রশ্ন ও উত্তর সহ কুইজ খেলতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আজকের কুইজ:

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

১৯৪৬ সালে সংঘটিত হিন্দু-মুসলিম দাঙ্গার সময় শেখ মুজিবুর রহমান ত্রাণকাজে নিজেকে নিয়োজিত করেন। ত্রাণ নিয়ে ক্যাম্পে ক্যাম্পে দৌড়াদৌড়ি করে তিনি অসুস্থ হয়ে পড়েন। দেড় মাস পর অসুস্থ শরীর নিয়ে তিনি কলকাতায় ফিরে বেকার হোস্টেলের খাবার খেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। এ খবর পেয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতার একটি হাসপাতালে শেখ মুজিবের চিকিৎসার বন্দোবস্ত করেন। এ হাসপাতালে ১৫ দিন ভর্তি থেকে চিকিৎসা নেন তিনি।

প্রশ্ন: শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

উত্তর:

শেখ মুজিবুর রহমানকে ট্রপিক্যাল স্কুল অব মেডিসিন হাসপাতালে এর ইউরোপিয়ান ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। 

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল.

কুইজ ফলাফল / বিজয়ী

কি কি থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায়? অবশ্যই জানতে চান আপনি এর উত্তর। প্রিয় কুইজ খেলে ১০০টি ল্যাপটপ জিতে নিতে পারেন। তবে এজন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। দ্বিতীয় পুরস্কার হলো প্রতিদিন ৫জন পাবেন একটি করে মোট পাঁচটি মোবাইল ফোন। যেন তেন মোবাইল ফোন নয়, একদম স্মার্ট নিউ মোবাইল ফোন। আর সবশেষ পুরস্কার হলো ১০০ জিবি ইন্টারনেট। প্রতিদিন একশত জন বিজয়ী পাবেন প্রত্যেকে ১০০ জিবি ইন্টারনেট যা পুরো একমাস জুরে ব্যবহার করতে পারবেন।  সুতরাং এখনই কুইজ খেলুন। নিচের লিঙ্কে যেয়ে কুইজ খেলার লিঙ্কসহ ফলাফল দেখতে পাবেন।

পূর্ণ বিজয়ীর তালিকা পেতে এখানে ক্লিক করুন (১২ ডিসেম্বর ২০২০)

মূলত শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এই আয়োজনে সহায়তা করছে। আর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পুরো প্রোগ্রামটি বাস্তবায়ন সহযোগী জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয়.কম। বিস্তারিত তথ্য জানতে আপনি বাংলাদেশ ডিজিটাল কুইজ এর ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন।

গতদিনের কুইজসমূহ:

ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন?

দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? ১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ -মুজিববর্ষ কুইজ প্রতিযোগীতা ২০২০

বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? মুজিববর্ষ/বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগীতা

About allnewjob 880 Articles
The owner of this website is a journalist working as a Staff Correspondent in Rajshahi, a northern district in Bangladesh, at English-language daily New Age. He is an ex-student of Rajshahi University, the second ranked public university in Bangladesh.

Be the first to comment

Leave a Reply