পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

priyo quiz

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের জাতির পিতা মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২০ই ডিসেম্বরের কুইজ। বিজয়ের মাসে তুমিও হতে পারো বিজয়ী। জিততে পারো উন্নতমানের ল্যাপটপ, স্মার্টফোন, ও ইন্টারনেট। বাঙ্গালী জাতি এই ডিসেম্বর মাসে তাদের কাঙ্খিত বিজয় অর্জন করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব এর শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে চলছে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতা। এখনই ‍প্রিয় কুইজে অংশগ্রহণ করে জিতে নাও সব লোভনীয় পুরস্কার।

আজকের কুইজ

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

১৯৪৯ সালের ২৩শে জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতাকর্মীদের সম্মেলনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিগ লীগ’ প্রতিষ্ঠিত হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করা হয়। কারাবন্দি শেখ মুজিবুর রহমানকে করা হয় যুগ্ম-সম্পাদক। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

প্রশ্ন : পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তর :

আজকের প্রশ্ন হলো পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়। উত্তর হিসেবে দেওয়া চারটি অপশন ১৮ কারকুনবাড়ি লেন, রোজ গার্ডেন, ১৫০ মোগলটুলীর তৃতীয় তলা থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল। প্রিয় কুইজের আজকের প্রশ্নের উত্তর দেখতে নিচের লিঙ্কে এখনি ক্লিক করুন।

তখন ১৯৪৯ সালের জুন মাস। ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল। ২৩শে জুন বিকালে রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা পরবর্তীতে পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

উত্তর সাবমিট করতে এখানে ক্লিক করুন

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়

কুইজ ফলাফল / বিজয়ী

যেহেতু এটি মাসব্যাপি কুইজ প্রতিযোগীতা প্রতিদিনের ফলাফল প্রতিদিনই ঘোষণা করা হয়। সুতরাং আপনি আমাদের ওয়েবসাইটে প্রত্যেকদিনে কুইজের ফলাফল বা বিজয়ীদের নামের তালিকা জানতে পারবেন। সেহেতু আপনাকে ধৈর্যের সাথে নিচে দেওয়া লিঙ্ক থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। কুইজ খেলা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে থাকে। সুতরাং, প্রতিদিন অংশ নিন। কে জানে কবে কার ভাগ্য সুপ্রসন্ন হবে।

পূর্ণ বিজয়ীর তালিকা পেতে এখানে ক্লিক করুন (১৯ ডিসেম্বর ২০২০)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকেই মাটি, মানুষ তথা রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দেশ ও মানুষের সেবা করা ছিলেন তার অন্যতম লক্ষ্য। মানুষের অধিকার আদায়ে ছিলেন সর্বদা তৎপর। খেটেছেন বেশ কয়েকবার জেল। তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে তার জীবন সংগ্রামের গুরুত্বপূর্ণ সব ঘটনাবলী উল্লেখিত আছে। দেশভাগ, ভাষা আন্দোলন, গণঅভ্যুথান, স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের আত্মপ্রকাশ- প্রতিটি ক্ষেত্রেই শেখ মুজিবুর রহমানের অবদান ছিলেন অনস্বীকার্য। এই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে পড়তে হবে তার লেখা দুইটি বই- অসমাপ্ত আত্মজীবনী ও কারাগরের রোজনামচা। 

গতদিনের কুইজসমূহ:

কোন জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

এই সভাটি কবে হয়েছিল? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হন? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে প্রথম কোথায় বসবাস করা শুরু করেন?

কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয়?

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন?

দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? ১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ -মুজিববর্ষ কুইজ প্রতিযোগীতা ২০২০

বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? মুজিববর্ষ/বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগীতা

About allnewjob 880 Articles
The owner of this website is a journalist working as a Staff Correspondent in Rajshahi, a northern district in Bangladesh, at English-language daily New Age. He is an ex-student of Rajshahi University, the second ranked public university in Bangladesh.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*