ওই সংগঠনটির নাম কী? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

priyo quiz

ওই সংগঠনটির নাম কী? প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) রহমান। বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগীতার ৩০তম দিন আজ। ১লা ডিসেম্বর থেকে শুরু হওয়া শেখ মুজিব কুইজ প্রতিযোগীতা ২০২০ এ সর্বমোট আজ পর্যন্ত ৩,৫২,৪৯৭ জন ২০,৫৭,০৭৭ বার অংশগ্রহণ করেছেন। স্মার্টফোন পেয়েছেন ১৫০০ জন। আর ১০০ জিবি করে ইন্টারনেট পেয়েছেন তিন লাখ মানুষ। বছরের শেষ মাসে শুরু হওয়া আয়োজন চলবে আরো ৭০ দিন। তাই এখনই অংশগ্রহণ করুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিক এই প্রিয় কুইজ এ।

আজকের কুইজ:

ওই সংগঠনটির নাম কী?

১৯৫৮ সালে সামরিক শাসন শুরু হলে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। চৌদ্দ মাস জেল খাটার পর মুক্তি পেলেও জেলগেটেই আবার গ্রেফতার করা হয়। ১৯৬০ সালের ৭ই ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করে মুক্তি লাভ করেন। পরে সামরিক শাসন ও আইয়ুববিরোধী আন্দোলন গড়ে তুলতে গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। এ সময়ই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনটির নাম কী? 

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) রহমান। ওই সংগঠনটির নাম কী?

উত্তর :

আজকের প্রশ্ন হলো ১৯৫৮ সালে সামরিক শাসন শুরু হলে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। চৌদ্দ মাস জেল খাটার পর মুক্তি পেলেও জেলগেটেই আবার গ্রেফতার করা হয়। ১৯৬০ সালের ৭ই ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট করে মুক্তি লাভ করেন। পরে সামরিক শাসন ও আইয়ুববিরোধী আন্দোলন গড়ে তুলতে গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। এ সময়ই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনটির নাম কী? উত্তর হিসেবে দেওয়া চারটি অপশন (১) স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ,  (২) স্বাধীন বাংলাদেশ পরিষদ, (৩) পূর্ববাংলা সংগ্রাম পরিষদ ও (৪) স্বাধীনতা সংগ্রাম পরিষদ দেওয়া আছে। উত্তর দেখতে নিচের লিঙ্কে এখনি ক্লিক করুন

আজকের উত্তর হলো ১৯৬০ সালের ৭ই ডিসেম্বর তিনি হাইকোর্ট থেকে মুকি পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুুজিব) রহমান সামরিক শাসন ও আইয়ুববিরোধী আন্দোলন গড়ে তুলতে গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। তারেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুুজিব) রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনটির নাম স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ।

উত্তর সাবমিট করতে এখানে ক্লিক করুন

ওই সংগঠনটির নাম কী

 

উপরে আপনি আজকের কুইজের প্রশ্ন ও উত্তর দেখতে পেয়েছেন। উত্তরটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে নেওয়া। আপনি চাইলে বইটি পড়ে উত্তর খুজে দেখতে পারেন। এই বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত, পারিবারিক, ও রাজনৈতিক জীবনের সব উল্লেখযোগ্য ঘটনা লিখে গেছেন।

কুইজ ফলাফল / বিজয়ী

প্রতিদিনের মত আজও কুইজের ফলাফলের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। আজকেও সর্বমোট ১০০জন বিজয়ী পাবেন রোজকার মত পুরস্কার। এই একশত জনের মধ্যে সৌভাগ্যবান ৫জন পাবেন একটি করে মোট পাচটি মোবাইলফোন ও সাথে একশত জিবি মেগাবাইট। সেই সাথে আরো ৯৫ ব্যাক্তি পাবেন ১০০জিবি করে মেগাবাইট। তাই আজকের কুইজের ফলাফল দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

পূর্ণ বিজয়ীর তালিকা পেতে এখানে ক্লিক করুন (৩০ ডিসেম্বর ২০২০)

গতদিনের কুইজসমূহ:

কেন পদত্যাগ করেছিলেন শেখ মুজিব? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়?

যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

সেই নির্বাচনে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছিলেন? ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন

কোন সালে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি?

কোন কবির সঙ্গে শেখ মুজিবের সাক্ষাৎ হয়েছিল? শান্তি সম্মেলন এ তুরস্কে ১৯৫২ সালের ২-১২ই অক্টোবর

এ সময় শেখ মুজিব তাঁদের একটি উপহার দেন। উপহারটি কী ছিল?

আমরণ অনশনের সময় শেখ মুজিবুর রহমান কোন কারাগারে ছিলেন?

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

কোন জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

এই সভাটি কবে হয়েছিল? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হন? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে প্রথম কোথায় বসবাস করা শুরু করেন?

কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয়?

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন?

দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? ১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ -মুজিববর্ষ কুইজ প্রতিযোগীতা ২০২০

বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? মুজিববর্ষ/বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগীতা

About allnewjob 880 Articles
The owner of this website is a journalist working as a Staff Correspondent in Rajshahi, a northern district in Bangladesh, at English-language daily New Age. He is an ex-student of Rajshahi University, the second ranked public university in Bangladesh.

3 Comments

  1. vhaiya lotari ki 24 hours ar moddhe jara answer dai tader sobar moddhe theke basai hoi.. naki post korar sate sate jara ans day tader moddo theke beche nay

Leave a Reply

Your email address will not be published.


*