এই পুস্তিকাটির নাম কী ছিল?

priyo quiz

এই পুস্তিকাটির নাম কী ছিল? ১৮ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমানের নামে একটি পুুস্তিকা প্রচার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর (মুজিব) রহমান এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ দিনব্যাপী মুজিব বর্ষ কুইজ প্রতিযোগীতা চলছে। তিন মাসব্যাপী চলমান এ কুইজে অংশ নিয়ে আপনিও হতে পারেন বিজয়ীদের অংশীদার। নতুন বছরের আজকের দিনটি হতে পারে আপনার জন্য সুখকর। ভাগ্য ভালো হলে আপনিও পেতে পারেন মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট। সুতরাং আমাদের এই ওয়েবসাইট থেকে আপনি পেতে পারেন প্রতিদিনের পিয় কুইজ এর সব প্রশ্ন, উত্তর, ও ফলাফল তালিকা। তাই এখনই কুইজে অংশ নিয়ে আপনিও বিজয়ী হন।

আজকের কুইজ: 

এই পুস্তিকাটির নাম কী ছিল?

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ (৩রা জানুয়ারি ২০২১)। ১৯৬৬ সালের ২০শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ৬ দফা প্রস্তাব ও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি হিসেবে গৃহীত হয়। ৬ দফা নিয়ে শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের বিশ্লেষণসহ একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এরপর ১৮ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমানের নামে একটি পুুস্তিকা প্রচার করা হয়। এই পুস্তিকাটির নাম কী ছিল?

প্রশ্ন : ১৮ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমানের নামে একটি পুুস্তিকা প্রচার করা হয়। এই পুস্তিকাটির নাম কী ছিল?

উত্তর :

আজকের প্রশ্ন হলো – : ১৮ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) রহমানের নামে একটি পুুস্তিকা প্রচার করা হয়। এই পুস্তিকাটির নাম কী ছিল? উত্তর হিসেবে দেওয়া চারটি অপশন (১) ছয় দফা কর্মসূচী: বাঙ্গালীর ‍মুক্তির সনদ, (২) আমাদের বাঁচার দাবি: ৬-দফা কর্মসূচি, (৩) ছয় দফা, ও (৪) ছয় দফা: কি এবং কেন? দেওয়া আছে। উত্তর দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

আজকের প্রশ্নের উত্তর হলো সময়টা তখন ১৯৬৬ সালের ১৮ মার্চ। ৬ দফা নিয়ে শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের বিশ্লেষণসহ একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এরপর ১৮ই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে শেখ মুজিবুর রহমানের ‘আমাদের বাঁচার দাবি: ৬-দফা কর্মসূচি’ শীর্ষক একটি পুুস্তিকা প্রচার করা হয়। এই পুস্তিকাটির নাম ছিল ‘আমাদের বাঁচার দাবি: ৬-দফা কর্মসূচি’।

উত্তর সাবমিট করতে এখানে ক্লিক করুন

এই পুস্তিকাটির নাম কী ছিল?

কুইজের ফলাফল / বিজয়ী

যেহেতু প্রতিদিন শেখ মুজিব কুইপ প্রতিযোগীতার ফলাফল রাতে ঘোষণা করা হয়, তেমনি আজ ০৩ জানুয়ারি গত শনিবারের কুইজ প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতদিন ৯৯ হাজারের বেশি প্রতিযোগী শেখ মুজিবুর রহমান কুইজ কনটেস্ট এ অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে থেকে লটারি করে সর্বমোট ১০০জনকে ০২ জানুয়ারির কুইজের বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২টার পর শনিবারের কুইজে প্রতিযোগীতায় অংশ নেওয়া জয়ীদের তালিকা এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তাই আজকের ফলাফল এর তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করে নিশ্চিত হয়ে নিন।

 

বিজয়ীর তালিকা পেতে এখানে ক্লিক করুন (০৪ জানুয়ারি ২০২০)

গতদিনের কুইজসমূহ:

এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী। বাঙ্গালী জাতি সত্বার জন্য অকুণ্ঠ প্রাণ ছিলেন তিনি। নিজের জীবনকে আত্মত্যাগ করে গেছে খেটে খাওয়া সাধারন মানুষের জন্য।

শেখ মুজিব কোথায় প্রথম ৬ দফা দাবি উত্থাপন করেন?

অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে? – শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থটি

ওই সংগঠনটির নাম কী? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন

কেন পদত্যাগ করেছিলেন শেখ মুজিব? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়?

যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

সেই নির্বাচনে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছিলেন? ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন

কোন সালে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি?

কোন কবির সঙ্গে শেখ মুজিবের সাক্ষাৎ হয়েছিল? শান্তি সম্মেলন এ তুরস্কে ১৯৫২ সালের ২-১২ই অক্টোবর

এ সময় শেখ মুজিব তাঁদের একটি উপহার দেন। উপহারটি কী ছিল?

আমরণ অনশনের সময় শেখ মুজিবুর রহমান কোন কারাগারে ছিলেন?

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

কোন জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

এই সভাটি কবে হয়েছিল? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হন? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে প্রথম কোথায় বসবাস করা শুরু করেন?

কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয়?

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন?

দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? ১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ -মুজিববর্ষ কুইজ প্রতিযোগীতা ২০২০

বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? মুজিববর্ষ/বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগীতা

About allnewjob 882 Articles
The owner of this website is a journalist working as a Staff Correspondent in Rajshahi, a northern district in Bangladesh, at English-language daily New Age. He is an ex-student of Rajshahi University, the second ranked public university in Bangladesh.

Be the first to comment

Leave a Reply