বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন? মু‌জিব ব‌র্ষের ১৬ ডি‌সেম্বরের কুইজ এর প্রশ্ন ও উত্তর দেখুন। মু‌জিব ব‌র্ষের শতব‌র্ষের আজ‌কের কুই‌জের উত্তর দি‌য়ে আপ‌নিও পে‌তে পা‌রেন আকর্ষণীয় সব পুরস্কার। সহজ এক‌টি প্র‌শ্নের উত্তর দি‌য়ে খুব সহ‌জে ল্যাপটপসহ সব আকর্ষণীয় পুরস্কার জি‌তে নেওয়ার এই সুবর্ণ সু‌যোগ। প্র‌তি‌দিন স‌ঠিক প্র‌শ্নের উত্তর দি‌য়ে মোট ১০০জন বিজয়ী পা‌বেন পুরস্কার। ৫ জন পা‌বেন পাঁচ‌টি মোবাইল ফোন ও সেই সা‌থে আরও ১০০জন পা‌বে প্র‌ত্যে‌কে ত‌নি মাস মেয়া‌দে ১০০ জি‌বি ইন্টার‌নেন্ট। আমা‌দের এই পো‌স্টে কুইজ খেলার লিঙ্কসহ প্র‌তি‌দি‌নের প্রশ্ন ও উত্তর পা‌বেন।

আজ‌কের কুইজ

বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

১৯৭২ সালের মার্চে রাষ্ট্রপতি কর্তৃক গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় এবং ১৬ই ডিসেম্বর হতে এটি কার্যকর হয়। 

প্রশ্ন: বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

উত্তর:

এখানে কুইজে চারিটি উত্তর দেওয়া আছে। তোমাকে চারটি থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। অপশনগুলো হল ১. ১৬ ডিসেম্বর ২. ১৩ ডিসেম্বর, ৩. ১৪ ডিসেম্বর, ও ৪. ১৫ ডিসেম্বর। উত্তর দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান প্রথমে বাংলাদেশের সংবিধানে স্বাক্ষর করেন। ১৪ ডিসেম্বর সকাল ৯টা ১০ মিনিটে গণপরিষদের দ্বিতীয় অধিবেশনের স্পীকার মহম্মদুল্লাহর সভাপতিত্বে শেখ মুজিবুর রহমান ১৪ ডিসেম্বর প্রথমে সংবিধানের বাংলা এবং পরে ইংরেজি পাঠে স্বাক্ষর-দান করেন। 

বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন.

উত্তর সাবমিট করতে এখানে ক্লিক করুন

কুইজ ফলাফল / বিজয়ী

প্র‌তি‌দি‌নের কুই‌জের প্রশ্ন ও উত্তর, বিজয়ী‌দের নামের তা‌লিকা ছ‌বিসহ দেখুন। আজ‌কের কুই‌জের উত্তরগু‌লো আপ‌নি বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই‌ থে‌কে খুব সহ‌জে পে‌য়ে যা‌বেন। বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান শতবর্ষ উদযাপন ক‌মি‌টির আ‌য়োজ‌নে আ‌য়ো‌জিত মু‌জিব ব‌র্ষের প্রিয় কুইজ প্র‌তি‌যো‌গিতা চল‌ছে। নুতন প্রজ‌ন্মের ম‌ধ্যে বঙ্গবন্ধু‌কে ছ‌ড়ি‌য়ে দি‌তে এই কুই‌জের আ‌য়োজন। যত বে‌শী বঙ্গবন্ধু সম্প‌র্কে জান‌বে তত বেশী প্র‌শ্নের স‌ঠিক ‌দি‌তে সক্ষম হ‌বে। সুতরাং অসমাপ্ত আত্মজীবনী, কারাগ‌রের রোজনামচা যত বেশী পড়‌বেন তত বেশী স‌ঠিক উত্তর দি‌তে পার‌বেন।

পূর্ণ বিজয়ীর তালিকা পেতে এখানে ক্লিক করুন (১5 ডিসেম্বর ২০২০)

গতদিনের কুইজসমূহ:

শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে প্রথম কোথায় বসবাস করা শুরু করেন?

কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয়?

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন?

দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? ১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ -মুজিববর্ষ কুইজ প্রতিযোগীতা ২০২০

বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? মুজিববর্ষ/বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগীতা

Leave a Comment