প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থটি – শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

priyo quiz

বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) রহমান শততম কুইজ প্রতিযোগীতার ৩১তম দিনের প্রশ্ন। বিজয়ের মাসের শেষ তারিখের আজকের কুইজ প্রতিযোগীতা চলছে। প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ শেখ মুজিব কুইজ প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। প্রতিদিনের মত আজকেও থাকছে ল্যাপটপ জেতার সুযোগ।  আজকে সঠিক উত্তর প্রদানকারী ৫ জন পাবেন স‌্যামসাং গ্যালাক্সি এম৪০ মডেলের স্মার্টফোন। সেই সাথে প্রিয় কুইজে অংশগ্রহণ করে ১০০ জন বিজয়ী প্রত্যেকে পাবেন ১০০ জিবি করে মোবাইল ডাটা। তাই আজকের কুইজে এখনই অংশগ্রহণ করে জিতে নিন আপনার পুরস্কার।

আজকের কুইজ:

প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দি হিসেবে কারাগারে থাকা অবস্থায় তিনটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থগুলোতে একদিকে ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা গভীরভাবে রূপায়িত হয়েছে, অন্যদিকে তখনকার সময়ের পটভূমিতে তাঁর রাজনৈতিক জীবন চমৎকারভাবে উঠে এসেছে। পাশাপাশি তুলে ধরা হয়েছে জগতের নানান দিক। বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থটি প্রকাশিত হয় ২০১২ সালে। প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

প্রশ্ন : বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থটি প্রকাশিত হয় ২০১২ সালে। প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

উত্তর :

আজকের প্রশ্ন হলো – শেখ মুজিবুর (মুজিব) রহমানের লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর হিসেবে দেওয়া চারটি অপশন (১) অসমাপ্ত আত্মজীবনী,  (২) কারাগরের রোজনামচা, (৩) আমার দেখা নয়া চীন ও (৪) সিক্রেট ডকুমেন্ট দেওয়া আছে। উত্তর দেখতে নিচের লিঙ্কে এখনি ক্লিক করুন

আজকের প্রশ্নের উত্তর হলো ২০১২ সালে বঙ্গবন্ধুর লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী

উত্তর সাবমিট করতে এখানে ক্লিক করুন

প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি বঙ্গবন্ধুর লেখা প্রথম গ্রন্থটি -শেখ মুজিবুর

শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতির মুক্তির দ্রষ্টা। তিনি তার সারাজীবন জনগণের জন্য নিবেদিত করে গেছেন। তার রাজনৈতিক জীবনের পুরোটাই ছিল জনগণ ও সাধারণ মানুষ। আজকের কুইজের প্রশ্ন নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে সাহায্য করবে।

কুইজের ফলাফল / বিজয়ী

আজকের ৩০ ডিসেম্বর এর কুইজের উত্তর এখান থেকে দেখুন। আপনিও হতে পারেন আজকের বিজয়ীদের মধ্যে একজন। আমরা প্রতিদিন দিন শেষে পূর্বের দিনের শেখ মুজিব কুইজ প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করে থাকি। তাই এখনই নিচের লিঙ্কে প্রবেশ করে ৩০ ডিসেম্বর এর কুইজের বিজয়ীদের তালিকা দেখুন। ৩০ ডিসেম্বর এর কুইজে সর্বমোট ৭৯৪৬৭ জন অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে থেকে আজকের বিজয়ী হিসেবে ১০০জন বাছাই করা হয়েছে। ঝটপট দেখে দিন আজকের ফলাফল।

পূর্ণ বিজয়ীর তালিকা পেতে এখানে ক্লিক করুন (৩১ ডিসেম্বর ২০২০)

গতদিনের কুইজসমূহ:

ওই সংগঠনটির নাম কী? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে বিশিষ্ট ছাত্রনেতাদের দ্বারা একটি গোপন

কেন পদত্যাগ করেছিলেন শেখ মুজিব? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়?

যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

সেই নির্বাচনে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছিলেন? ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন

কোন সালে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি?

কোন কবির সঙ্গে শেখ মুজিবের সাক্ষাৎ হয়েছিল? শান্তি সম্মেলন এ তুরস্কে ১৯৫২ সালের ২-১২ই অক্টোবর

এ সময় শেখ মুজিব তাঁদের একটি উপহার দেন। উপহারটি কী ছিল?

আমরণ অনশনের সময় শেখ মুজিবুর রহমান কোন কারাগারে ছিলেন?

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়?

কোন জায়গা থেকে তাঁকে গ্রেফতার করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতিযোগীতা ২০২০

এই সভাটি কবে হয়েছিল? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ভর্তি হন? শেখ মুজিবুর (মুজিব) কুইজ প্রতযোগীতা ২০২০

বঙ্গবন্ধু কবে সংবিধানে স্বাক্ষর করেন?

শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে প্রথম কোথায় বসবাস করা শুরু করেন?

কোথায় মহাত্মা গান্ধীর সঙ্গে শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ হয়?

শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল?

ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন?

দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল? ১৯৪০ পরবর্তী সময়ে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ -মুজিববর্ষ কুইজ প্রতিযোগীতা ২০২০

বঙ্গবন্ধু বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন? মুজিববর্ষ/বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগীতা

About allnewjob 882 Articles
The owner of this website is a journalist working as a Staff Correspondent in Rajshahi, a northern district in Bangladesh, at English-language daily New Age. He is an ex-student of Rajshahi University, the second ranked public university in Bangladesh.

Be the first to comment

Leave a Reply